হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠী ছড়িয়ে পড়েছে তারা দেশটিতে সীমাবদ্ধ থাকবে না বরং পরবর্তীতে তারা ইরাক, জর্দান এবং তুরস্কেও ছড়িয়ে পড়বে।
তিনি গতকাল (শুক্রবার) ইরাকের রাজধানী বাগদাদে স্বাগতিক পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন এবং সিরিয়ার শীর্ষ কূটনীতিক বাসাম সাব্বাগের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া যদি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয় এবং দেশটিতে যদি দায়েশের (আইএস) মতো উগ্র গোষ্ঠীগুলোর প্রত্যাবর্তনের ক্ষেত্র সৃষ্টি করা হয় তাহলে তা গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে।
তিনি বলেন, বাগদাদে ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে দেশটির সরকার ও জনগণকে সমর্থন দিতে হবে। আরাকচি বলেন, মার্কিন-ইহুদিবাদী ষড়যন্ত্রে সিরিয়ায় নতুন করে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ষড়যন্ত্রে ইহুদিবাদীদের ভূমিকা উপেক্ষা করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সন্ত্রাসবিরোধী যুদ্ধে সব সময় সিরিয়ার পাশে ছিল এবং এখনও অনুরোধ করা হলে নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে দামেস্কের পাশে দাঁড়াবে তেহরান।
আরাকচি বলেন, সন্ত্রাসীরা যেমন কোনো সীমারেখা মেনে চলে না তেমনি তাদের বিরুদ্ধে যুদ্ধেও কোনো সীমারেখা বা সীমান্ত মেনে চলা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা রক্ষা করতে এগিয়ে যেতে হবে।
আপনার কমেন্ট